গলাচিপা পৌরসভা ও রাঙ্গাবালী উপজেলায় ভোটার উপস্থিতি খুবই কম
পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এবং রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে।
আজ সোমবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু পরিবেশে নির্বাচনে ভোট গ্রহণের জন্য মাঠে থাকছে বিজিবি, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ দলের স্ট্রাইকিং ফোর্স। টহলে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম।
ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গলাচিপা পৌরসভার মেয়র ও রাঙ্গাবালী উপজেলার চেয়ারম্যানের মৃত্যুতে এ দুটি জায়গায় উপনির্বাচন হচ্ছে।
গলাচিপা পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রয়াত মেয়রের ছেলে আহসানুল হক তুহিন, বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু তালেব মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালেব পৌরসভার সাবেক চেয়ারম্যান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গলাচিপা পৌরসভায় মোট নয়টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সাত হাজার ১৮৬ ও নারী ভোটার সাত হাজার ৪৭৫ জন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
এদিকে, রাঙ্গাবালী উপজেলা পরিষদের পাঁচটি ইউনিয়ন নিয়ে হবে উপনির্বাচন। এখানে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিএনপির প্রার্থী উপজেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন আকন ও চরমোনাই পীরের মনোনীত প্রার্থী মো. আমির হোসেন মোল্লা।
নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলায় মোট পাঁচটি ইউনিয়নে ৩০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩৭ হাজার ৪৩৭ আর নারী ভোটার ৩৭ হাজার ৩৭৭ জন। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। মোবাইলে মাঠে থাকছে পুলিশ (এপিবিএন) ও ব্যাটালিয়ন আনসার-৩ টিম, বিজিবি ৩ প্লাটুন, র্যাব-২ প্লাটুন ও কোস্টগার্ড-১ টিম। এ ছাড়া টহলে মাঠে থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম।
গত বছরের ৭ আগস্ট গলাচিপা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাব খলিফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। কিন্তু গত বছরের ৮ নভেম্বর তিনি মারা যান।
গত বছরের ২ জুলাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান কবির চাঁনের মৃত্যুতে পদটি শূন্য হয়।