মেয়েটিকে দত্তক চায়, এমন পরিবার খোঁজ করুন : বিচারক
কিশোরী নিপা আক্তারের বয়স এখন ১৫। তিন-চার বছর বয়সে সে হারিয়ে যায়। এরপর তার বাবা-মা বা অভিভাবকদের কোনো সন্ধান মেলেনি।
এর পর থেকে বেশ কয়েক বছর গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে ছিল মেয়েটি। পরে বড় হয়ে ঢাকার মিরপুরে আল নাহিয়ান শিশু পরিবার নামের একটি বেসরকারি সংস্থায় থাকতে শুরু করে। সেখান থেকে মেয়েটি গত ১১ মার্চ আবার হারিয়ে যায়। সে অভিভাবককে খুঁজতে গিয়েছিল বলে জানা গেছে। পরে তাকে উদ্ধারের জন্য পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে। মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ঢাকার কিশোর আদালতে হাজির করে।
কিশোর আদালতে মেয়েটিকে হাজির করা হলে বিচারক রুহুল আমিন তাকে গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর অনুমতি দেন।
এ ছাড়া বিচারক উপস্থিত আইনজীবীদের বলেন, মেয়েটিকে দত্তক হিসেবে নিতে চায় এমন পরিবারের খোঁজ করুন। যাতে মেয়েটির ভবিষ্যৎ গড়ে ওঠে।
আইনজীবী ফারুক আহম্মেদ জানান, দীর্ঘদিনে মেয়েটির পরিবারের খোঁজ পাওয়া যায়নি। আর খোঁজ পাওয়ার সম্ভাবনাও নেই। তাই বিচারক মেয়েটিকে দত্তক নিতে চায় এমন পরিবারের সন্ধান নিতে বলেছেন। বিচারক এ বিষয়ে গণমাধ্যম ও ফেসবুকের সহায়তা নিতে বলেছেন।