বিমানঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস
মার্কিন সমর্থিত সিরিয়ান কুর্দি ও আরব বাহিনী সিরিয়ার রাকার কাছে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা একটি বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
জিহাদিদের কথিত রাজধানী রাকা থেকে তাদের হটিয়ে দেওয়ার এই লড়াইয়ে বিমানঘাঁটিটি দখল জোট বাহিনীর একটি বড় ধরনের সাফল্য।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) মুখপাত্র তালাল সেলো বলেন, তাঁরা জিহাদিদের দখলে থাকা তাবকা বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।
কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা নগরীটির দিকে এগিয়ে যাচ্ছে।
এদিকে, মানবাধিকার সংস্থাগুলো জোট বাহিনীর এই চলমান অভিযানে ওই এলাকায় আটকাপড়া বেসামরিক নাগরিকদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজেরভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জোট বাহিনীর বিমান হামলায় গত সপ্তাহে অন্তত ৮৯ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।