বজ্রপাতে পুড়ল গাড়ি, যাত্রীরা অক্ষত!
ঘন কালো মেঘে ঢাকা আকাশ। চলছে অবিরাম তর্জন-গর্জন। হঠাৎ আলোর ঝলকানি দিয়ে হলো বজ্রপাত, তা-ও আবার একটি চলন্ত গাড়ির ওপরে। বাজের আগুনে গাড়িটি পুড়ে ধোঁয়া বের হতে লাগল। পরে সবাইকে অবাক করে দিয়ে গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থায় বের হয়ে এলেন যাত্রীরা।
ওপরের বর্ণনাটি কোনো হলিউডি ছবির নয়। একেবারে বাস্তব জীবন থেকে নেওয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে ছড়িয়ে পড়ে এমনই একটি ভিডিও।
৩৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, বাজ পড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ঢেকে যায় ওই জায়গা। গাড়িটি থেকেও বের হতে থাকে ধোঁয়া। চালক কিছুদূর এসে গাড়িটি থামান।
তারপর অন্য যাত্রীদের সঙ্গে বের হয়ে আসেন তিনি।
এদিকে ওই গাড়ির যাত্রীদের সাহায্যের জন্য এগিয়ে আসেন আশপাশের লোকজন। গাড়িটির কাছে এসে তাঁরা তো অবাক। বাজের আগুনে গাড়ি পুড়লেও চালকসহ যাত্রীরা দিব্যি আছেন। দেখে বোঝার উপায় নেই, আধা ঝলসানো গাড়িটির ভেতরে তাঁরা ছিলেন।
মরক্কোর একটি রাস্তায় ঘটনাটি ঘটে বলে উল্লেখ করা হয় ভিডিওটির শিরোনামে। তবে ঘটনাটি আসলে কোথায় ঘটেছিল ও কখন ঘটেছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।