এইচএসসির প্রশ্ন ফাঁস : আটকের পর কারাগারে দুই শিক্ষক
পটুয়াখালী সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে উত্তরের নকল তৈরিকালে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডাদেশ পাওয়া দুজন হলেন পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজ কেন্দ্রের হল সুপার খলিলুর রহমান ও ছোটবিঘাই হাজী মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলাম। দুজনকেই বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে শফিকুল ইসলামকে কারাদণ্ডাদেশের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পটুয়াখালী পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা শুরুর পর হাজী আক্কেল আলী কলেজ চত্বরের বাইরে একটি বাড়ি থেকে দুই শিক্ষককে আটক করে ডিবি সদস্যরা। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাস ঘটনাস্থলে যান। প্রশ্ন ও নকল মিলিয়ে উভয়কে দোষী সাব্যস্ত করে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে সাজা দেন।
ওসি আরো জানান, হল সুপার খলিলুর রহমান আক্কেল আলী কলেজের শিক্ষক হলেও শফিকুল ইসলাম জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে হাজী মোক্তার আলী কলেজের শিক্ষক। তাঁর কোনো দায়িত্ব ছিল না ওই কেন্দ্র এলাকায়। অথচ তিনি সরবরাহকৃত ফাঁস করা প্রশ্নপত্র দেখে উত্তরের নকল লিখে দিচ্ছিলেন। এই সংশ্লিষ্টতার জন্য সাজা পেয়েছেন দুজনই।