পিরোজপুরে আগুনে পুড়ল বাড়ি, ছয় দোকান
পিরোজপুর জেলা সদরে আগুনে একটি বসতবাড়ি ও পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিকরা।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ অগ্নিকাণ্ড হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে ইলেকট্রনিকসের দোকান, আসবাব তৈরির কারখানা, বৈদ্যুতিক জিনিসপত্র মেরামতের দোকান, একটি গুদাম, একটি চায়ের দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছাতে দেরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে নাজিরপুর উপজেলা এবং বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি আরো জানান, আগুন ধরার কারণ এখনো জানা যায়নি।