নিশ্চিহ্ন হয়ে যাবে ব্রিটেন, রাশিয়ার হুঁশিয়ারি
পরমাণু যুদ্ধ হলে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ব্রিটেন। এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার এক নেতা ফ্রানজ ক্লিনটসেভিচ। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের সাম্প্রতিক বক্তব্যের জবাবে এ কথা বললেন ক্লিনটসেভিচ।
ব্রিটেনের সংবাদ মাধ্যম দি ইনডিপেনডেন্ট রাশিয়ান ওই নেতার বক্তব্য ধরে প্রতিবেদন প্রকাশ করে। ক্লিনটসেভিচ রাশিয়ার পার্লামেন্টের একজন সদস্য এবং প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত পার্লামেন্টারি কমিটির ডেপুটি চেয়ারম্যান। তিনি বলেন, যদি ব্রিটেন পরমাণু হামলায় জড়িয়ে যায়, তবে পৃথিবী থেকে আক্ষরিকভাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ফ্যালন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাজে পরিস্থিতি হলে তাঁর সরকার পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে ‘বাজে পরিস্থিতি’টা কী রকম সে ব্যাপারে কোনো ধারণা দেননি ফ্যালন।
ব্রিটেনের মন্ত্রী ফ্যালনের ওই মন্তব্যকে ‘বিরক্তিকর’ বলছেন ক্লিনটসেভিচ। তিনি মনে করেন, এ জন্য ব্রিটেনকে কড়া জবাব দেওয়া প্রয়োজন।
ক্লিনটসেভিচ বলেন, যদি ব্রিটেন পরমাণু শক্তিধর নয় এমন কোনো দেশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে তবে হয়তো ইংরেজরা খুশি হবে। যে রকম হিরোশিমা ও নাগাসাকিতে করার পর যুক্তরাষ্ট্রের বাসিন্দারা খুশি হয়েছিল। তবে সেসব দিন হারিয়ে গেছে। যেমন করে হারিয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যের বিশালত্ব।