চলনবিলের কৃষকদের ত্রাণ দিলেন ত্রাণমন্ত্রী
অকালবন্যায় নাটোরের চলনবিল এলাকার ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মধ্যে ত্রাণসহায়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ সোমবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া এলাকায় প্রাথমিকভাবে ৩০০ কৃষকের মধ্যে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা করে দেন।
এ সময় মন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষের কষ্ট না কমবে ততক্ষণ পর্যন্ত সহায়তা দেবে সরকার। এ ছাড়া চলনবিলের দুর্গত মানুষের জন্য এসব এলাকায় মুজিব কেল্লা নির্মাণ করা হবে বলে জানান ত্রাণমন্ত্রী মায়া। এর আগে মন্ত্রী নলডাঙ্গা থানার হালতি বিল এলাকার দ্বীপ গ্রামগুলো রক্ষায় রিটেনিং ওয়াল নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি চলনবিলের গুরুদাসপুর উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসহায়তা দেন।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অকালবন্যায় নাটোরের চলনবিল এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।