অনুশীলন থেকে ডেকে নিয়ে সাংস্কৃতিক কর্মকর্তাকে মারধর
নাটোর শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তাকে অনুশীলন থেকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শিল্পকলা ভবনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সজল ও জুয়েল নামে দুজনকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযানে রয়েছে পুলিশ।
মারধরের শিকার শিল্পকলার ওই সাংস্কৃতিক কর্মকর্তার নাম শাহাদৎ হোসেন। তিনি বলেন, আজ বিকেলে শিল্পকলা একাডেমির মিলনায়তনের নাচের অনুশীলন চলছিল। সেখান থেকে তাঁকে বারান্দায় ডেকে নিয়ে যান পাঁচ ব্যক্তি। সেখানে নিয়ে তাঁকে হঠাৎ কিলঘুষি মারতে শুরু করেন ওই ব্যক্তিরা। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করেন। তাঁকে আবারও ধরে নিয়ে মারধর করা হয়।
শাহাদৎ হোসেন বলেন, এ সময় তাঁর চিৎকারে পাশের লোকজন ছুটে গেলে মূল হামলাকারী তিনজন পালিয়ে যায়। সেখান থেকে সজল ও জুয়েল নামে দুজনকে আটক করে উপস্থিত লোকজন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান বলেন, আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের নিয়ে পুলিশ এখন মূল হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। অভিযান শেষে বিস্তারিতভাবে জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, ‘সাংস্কৃতিক কর্মকর্তাকে মারধরের বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’