বিচার বিভাগও কব্জায় নিতে চায় আ. লীগ : মির্জা ফখরুল
প্রশাসন ও সংসদের পর এবার বিচার বিভাগও ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেদের কব্জায় নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি খোলস পাল্টে গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে আয়োজিত জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের ইশতেহারে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছিল। এখন তারা বিচার বিভাগকে নিজেদের কব্জায় নিতে চায়। আওয়ামী লীগ প্রশাসন ও পার্লামেন্টকে নিজের আওতায় নিয়েছে। গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগের এই অপশাসন ব্যবস্থা প্রতিরোধ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণকে ভয় পায়, তাই আজকে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচি করতে দেয়নি। এ সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই।
বিএনপির এই নেতা বলেন, জনগণের কোটি কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ কাউন্সিল করছে, ব্যাংক লুট ও শেয়ারবাজার লুট করছে। এতে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. শামসুজ্জামান, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, জেড মর্তুজা চৌধুরী তুলা ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন।