পেট কেটে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব!
কতভাবে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব করা যেতে পারে? একেকজনের প্রস্তাবের ধরন হয়ত এক এক রকম । তাই বলে নিজের পেট কেটে আংটি বের করে বিয়ের প্রস্তাব! এমন কথা হয়তো কেউ ভাবেনি।
এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ার কারাচে-চারকিস অঞ্চলের একটি হাসপাতালে। ঘটনার সময় ধারন করা একটি ভিডিওতে দেখা যায়, প্রেমিকের পেটের ক্ষতে করা ব্যান্ডেজ খুলছিলেন তাঁর প্রেমিকা। প্রেমিকা পেশায় একজন নার্স। ব্যান্ডেজ সরানোর সঙ্গে সঙ্গে ক্ষতের ভেতরে চকচক করে উঠল কিছু। বের করার পর দেখা গেল সেটি একটি আংটি।
আংটি দেখেই প্রেমিকা বুঝে গেলেন আসল ঘটনা কী। তাঁর চোখ থেকে বের হয়ে এলো আনন্দের অশ্রু। তারপর জড়িয়ে ধরলেন প্রেমিককে।
আসলে প্রস্তাবে ভিন্নতা আনতে প্রেমিক আগে থেকে অস্ত্রোপচার করে পেটের ভেতরে আংটি রেখে দিয়েছিলেন। তিনি জানান, ভালোবাসার মানুষকে তিনি এমনভাবে প্রস্তাব করতে চেয়েছিলেন, যেন এটা সারাজীবন তার মনে থাকে। এ সময় তিনি প্রেমিকাকে এক তোড়া ফুলও উপহার দেন।
বিয়ের প্রস্তাবের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে মুহূর্তটিকে অসাধারণ বলে উল্লেখ করলেও, বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।