১১ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ‘দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে’ মজিবুল হক মুজি (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোনাখালী বাজারের পূর্বদিকের কমনগত্য মাঠ থেকে মুজির লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
মজিবুল হক মুজি উপজেলার যতারপুর গ্রামের জমির বিশ্বাসের ছেলে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আহসান হাবীব দাবি করেন, রাত দেড়টার দিকে কমনগত্য মাঠে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ স্থানীয়দের নিয়ে মাঠের ভেতরে গেলে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে।
স্থানীয়রা মুজিবল হক মুজিকে শনাক্ত করেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল, একটি এলজি শাটারগান, তিনটি ফাঁকা কার্টুজ, দুটি দেশি অস্ত্র উদ্ধার করে। পরে মুজিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি আরো দাবি করেন, মুজির নামে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানায় চারটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে।