মেহেরপুরে অস্ত্র-গুলিসহ লিল্টু মিয়া গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লিল্টু মিয়া (৩০)। পুলিশের দাবি, লিল্টু মিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী।
আজ সোমবার ভোরে উপজেলার সাহারবাটি গ্রামের মাঠ থেকে লিল্টু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার লিল্টু গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লিল্টুসহ কয়েকজন সন্ত্রাসী সাহারবাটি এলাকায় অবস্থান করছে বলে পুলিশের কাছে খবর আসে। এর ভিত্তিতে আজ ভোরে অভিযান চালান তাঁরা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও অস্ত্র ও গুলিসহ পুলিশের হাতে ধরা পড়েন লিল্টু মিয়া। তাঁর কাছ থেকে একটি এলজি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
লিল্টু মিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত উল্লেখ করে ওসি আরো বলেন, তাঁর নামে গাংনী থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলা রয়েছে। সকালে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করে লিল্টুকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।