মিসরে গাড়িবোমা হামলায় ১০ সেনা নিহত
মিসরের সিনাই উপত্যকায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।
স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিনাইয়ের এল-বার্থের রাফাহ গ্রামে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে এ হামলা চালানো হয়। দুটি গাড়িতে করে সেনা চৌকি পার হওয়ার সময় হামলাকারীরা এ বিস্ফোরণ ঘটায়। এর সঙ্গে মুখোশ পরা বেশ কয়েকজন বন্দুকধারীও ছিল।
নিহতের মধ্যে একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা কর্নেল আহমেদ এল-মানসিও আছেন। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
মিসরে চলতি বছর বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।