মিসরে সোয়েটার কারখানায় আগুন, বাংলাদেশিসহ নিহত ৩
মিসরের রাজধানী কায়রোর মার্গ এলাকায় একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মাওলানা নূর মোহাম্মদ। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় পুলিশের ভাষ্য, অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ বাচ্চু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোয়েটার কারখানার মালিক ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ফরিদপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মাওলানা নূর মোহাম্মদসহ তিনজন মারা যান।
তবে এ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। মাওলানা নূর মোহাম্মদ ওই কারখানায় কাজ করতেন না বলে জানা গেছে। তাহলে কেন তিনি রাতে ওই কারখানায় ছিলেন, তা নিয়ে চলছে গুঞ্জন।
কারখানার গেট বাইরে থেকে বন্ধ করে মালিক বাচ্চু চাবি নিয়ে বাসায় গিয়েছিলেন বলে অনেকে অভিযোগ করেছেন।