গাড়ি দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, লাইভে দেখল ‘সবাই’
চেক প্রজাতন্ত্রের অবরনিস শহরে রাস্তায় গাড়ি হাঁকিয়েছিলেন তরুণী দুই বান্ধবী। সে সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে লাইভে (সরাসরি) ছিলেন তাঁরা। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়িটির। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজনের একজন নিকোল বারাবাসোভা। ঘটনাটি সরাসরি দেখে তাঁর বন্ধুরা।
পরে মর্মান্তিক ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বেশ খোশমেজাজে ছিলেন দুই বান্ধবী। সে সময় গাড়িটি ঘণ্টায় ১২০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বেড়ায় ধাক্কা খায় গাড়িটি।
দুর্ঘটনায় গাড়ি উল্টে গেলেও হাতে ক্যামেরা ধরে রাখেন নিহত ওই তরুণী। এ সময় ভিডিওতে তাঁদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল।
ঘটনার ২০ মিনিট পর জরুরি সেবা ঘটনাস্থলে পৌঁছায়। তারপরই লাইভ ভিডিও বন্ধ করা হয়।
দুর্ঘটনায় বারাবাসোভার বান্ধবীও আহত হন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।