মেহেরপুরে ৮০০ ইয়াবা উদ্ধার, নারী আটক
মেহেরপুরের গাংনী উপজেলার একটি বাড়ি থেকে ৮০০ ইয়াবা জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, ওই নারীর নাম পাপিয়া খাতুন (৩৪)। তিনি গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আবদুল মতিনের স্ত্রী। তিনি মাদক ব্যবসায় যুক্ত।
শাহীন উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। পাপিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। আজ রোববার সকালে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।