সামরিক আলোচনায় বসতে উত্তরকে দক্ষিণ কোরিয়ার ডাক
সামরিক আলোচনা প্রস্তাবের বিষয়ে সাড়া দিতে উত্তর কোরিয়াকে আবার আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ংয়ে পারমাণবিক কর্মসূচি কোরীয় উপদ্বীপে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা কমাতে এ আলোচনার প্রস্তাব বলে জানিয়েছে সিউল।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, কোনো উসকানি ছাড়াই চলতি বছরে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে উত্তর কোরিয়া। যা এই উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করছে। এ উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আলোচনার জন্য সীমান্তবর্তী পানমুনজম গ্রামে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, দুই দেশের ঐতিহ্য বজায় রেখে পানমুনজম গ্রামে বহু বছর ধরে অস্ত্রবিরতি কার্যকর আছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুন স্যাং কিউন জানান, এ অলোচনা অনুষ্ঠিত হবে। এ উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এটি অত্যন্ত প্রয়োজনীয়।
সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বরে দুই কোরিয়ার মধ্যে আন্তদেশীয় আলোচনা অনুষ্ঠিত হয়।