মেহেরপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘিরে অভিযান
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে জঙ্গি আস্তানা সন্দেহে এক সৌদি প্রবাসীর বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই বাড়ি থেকে এ পর্যন্ত শিশুসহ দুই নারী বেরিয়ে এসেছেন বলে পুলিশ জানিয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির মালিকের নাম মেসকাত আলী। তিনি সৌদিপ্রবাসী।
মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান জানান, জঙ্গি আস্তানা রয়েছে এমন খবর ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়ি থেকে কোলে সন্তানসহ দুই নারী বের হয়ে এসেছেন। তবে তাঁদের বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি।
এসপি আরো জানান, বাড়িটির চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাইকিং করে বাড়ির ভেতরে অবস্থানকারীদের আত্মসমর্পণের জন্য বলা হচ্ছে।