মেহেরপুরে অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকের যাবজ্জীবন
মেহেরপুরে অস্ত্র মামলায় গাজী মণ্ডল (৬০) নামের এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়র জজ মোহাম্মদ গাজী রহমান এ আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত গাজী মণ্ডলের বাড়ি ভারতের নদীয়া জেলার মোরটিয়া থানার গান্দিনা গ্রামে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ৯ মে বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত এলাকায় গাজী মণ্ডল অস্ত্র বিক্রি করছেন, এমন সংবাদ পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গাংনী ক্যাম্প অভিযান চালায়। এতে নেতৃত্বে দেন ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম। এ সময় দুটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ওয়ানশুটার গান, দুটি মাগাজিন, ১২টি গুলিসহ গাজী মণ্ডলকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। ওই দিনই আমিরুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন।
মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ২০১৫ সালে ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইব্রাহিম শাহিন।