নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫০
নাইজেরিয়ার বর্নো প্রদেশের মাগুমেরি এলাকায় চরমপন্থী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
বুধবার তেল অনুসন্ধান দলের ওপর এ হামলা চালায় ওত পেতে থাকা বোকো হারামের সদস্যরা।
স্থানীয় একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির বৃহস্পতিবারের খবরে বলা হয়, নাইজেরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাইজেরিয়ান ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের (এনএনপিসি) বিশেষজ্ঞ দলের ওপর এ হামলা চালায় বোকো হারাম সন্ত্রাসীরা। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রাথমিকভাবে ওত পেতে হামলা চালানোর বিষয়টিকে অপহরণচেষ্টা মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময়ে এটি হামলা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।
বর্নো প্রদেশে প্রবেশের ওপর কড়াকড়ি রয়েছে নাইজেরিয়ার সেনাবাহিনীর। এর ফলে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।
নাইজেরিয়ায় বর্নো প্রদেশকেন্দ্রিক গোষ্ঠী বোকো হারামের সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় ২০০৯ সালে। এর পর থেকে সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ২০ হাজার মানুষ। এ ছাড়া বাড়িছাড়া হয়েছে ২৬ লাখের বেশি মানুষ।
বোকো মানে পশ্চিমা শিক্ষা। ‘বোকো হারাম’ অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা হারাম’। পশ্চিমা শিক্ষাবিরোধী এই চরমপন্থী সংগঠনটির সঙ্গে রাষ্ট্রীয় বাহিনীর সংঘর্ষে এরই মধ্যে তছনছ হয়ে গেছে বর্নোর টেলিযোগাযোগসহ অন্য অবকাঠামোগুলো।
বুধবারের ঘটনার বিষয়ে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।
তবে সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র বৃহস্পতিবার এএফপিকে বলেছে, ‘নিহতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত আমরা ৫০ জনের লাশ পেয়েছি… আরো লাশ আসছে।’
‘এটা নিশ্চিত যে অপহরণের জন্য হামলা হয়নি। তারা (বোকো হারাম) হত্যার জন্যই হামলা চালিয়েছে।’