মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আসামি গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রাম থেকে অস্ত্র, গুলিসহ আবুল কালাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে গাংনী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আবুল কালাম উপজেলার মানিকদিয়া গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, আবুল কালাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোলাডাঙ্গা গ্রামের সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে তাঁকে একটি ওয়ান শ্যুটারগান ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তারকৃত আবুল কালামের নামে গাংনী থানায় অস্ত্র আইনে ও ডাকাতির অভিযোগে দুটি মামলা আছে। গতকালের ঘটনায় তাঁর নামে গাংনী থানায় আরেকটি মামলা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাঁকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া পুলিশের বিশেষ অভিযানে গতকাল রাতে জেলার তিন উপজেলায় বিভিন্ন মামলার ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।