কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী উহুরু কেনিয়াত্তা
বিরোধীদের ভোট জালিয়াতির অভিযোগের মধ্যেই কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়েছে গত মেয়াদে ক্ষমতায় থাকা উহুরু কেনিয়াত্তাকে।
স্থানীয় সময় শুক্রবার দেশটির নির্বাচন কমিশন (ইসি) এই ঘোষণা দেয়।
এ ঘোষণার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কেনিয়ার প্রেসিডেন্ট হলেন উহুরু কেনিয়াত্তা। এর আগে ২০০৩ সালে কেনিয়ার চতুর্থ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দেশটির স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা ও প্রথম প্রেসিডেন্ট জুমু কেনিয়ার ছেলে উহুরু।
ইসি প্রকাশিত ফল থেকে জানা যায়, উহুরু কেনিয়াত্তা প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটের ৫৪ দশমিক ২৭ শতাংশ পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রায়লা ওদিঙ্গা পেয়েছেন ৪৪ দশমিক ৭৪ শতাংশ ভোট।
৫০ শতাংশের বেশি ভোট পাওয়ায় দ্বিতীয় দফা ভোট আয়োজনে বাধ্য করা যাবে না উহুরুকে। দেশটির নির্বাচনী বিধি অনুযায়ী, জয়ী প্রার্থীকে ৪৭টি কাউন্টির কমপক্ষে অর্ধেক আসনের ২৫ শতাংশ ভোটও পেতে হয়।
ইসির ফল ঘোষণার পর উচ্ছ্বসিত উহুরু সমর্থকদের উদ্দেশে বলেন, ‘কয়েকদিন ধরে অপেক্ষার প্রহর কাটছিল না। তবে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে, আমরা ধৈর্যের সঙ্গে চূড়ান্ত ফলের অপেক্ষায় থাকব। তা-ই এখন ঘোষণা করা হলো।’
‘আমরা যে কাজ শুরু করেছি, তা অব্যাহত রাখব…কেনিয়াবাসী আমাদের সফল দেখতে চায়।’
প্রেসিডেন্ট নির্বাচনে দেড় কোটির বেশি মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যে সংখ্যাটা নিবন্ধিত ভোটারদের ৭৮ শতাংশ।
কেনিয়ার ইসির চেয়ারম্যান ওয়াফুলা চেবুকাতি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলো আমাদের নিবিড় পর্যবেক্ষণ করেছে।’
চেবুকাতির ভাষ্য, যে উপায়ে তিনি নির্বাচন পরিচালনা করেছেন, তা স্বচ্ছ ও নিরপেক্ষ।