ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট
সড়ক সংস্কার, কোরবানির গরুবাহী ও মালবাহী ট্রাকসহ ঈদের ঘরমুখো মানুষের বাড়ি ফেরার অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কগুলোতে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
আজ রোববার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে এই যানজট ২০-৩০ মিনিটের বেশি স্থায়ী হয়নি।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং, গোড়াই বাসস্ট্যান্ড, মির্জাপুর বাইপাস, পাকুল্লা, নাটিয়াপাড়া, করটিয়া, পৌলী ও এলেঙ্গা পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পারাপারের সময় ওজন স্কেলে মালামাল ওজনের জন্য লোড-আনলোড করতে গিয়ে ট্রাকের দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। যার কারণে মাঝেমধ্যে বঙ্গবন্ধু সেতুর ওজন স্কেল থেকে মহাসড়কের এক লেনে তিন থেকে চার কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রাকগুলোকে। এই লাইন ভোররাত থেকে দুপুর পর্যন্ত থাকছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজ চলছে। মহাসড়কের অনেকাংশেই একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে। এ কারণে কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে হাইওয়ে ও জেলা পুলিশের তদারকির কারণে কোথাও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না। মহাসড়ক সচল রাখতে সোমবার থেকে ৭০০ পুলিশ মহাসড়কে কাজ করবে।