শপিং করে মিলল এক কেজি সোনা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শপিং মল সিটি সেন্টার দেইরাতে প্রয়োজনীয় কেনাকাটা করেছিলেন ফিলিপাইনের প্রবাসী এদমুন্দু চাতাঙ্গে। সেই কেনাকাটা করে এক কেজি ওজনের বিশাল সোনার বার জিতেছেন তিনি। যার মূল্য প্রায় ৩৩ লাখ ২২ হাজার টাকা।
গ্রীষ্মের মৌসুমে ক্রেতাদের আকর্ষণে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছিল সিটি সেন্টার দেইরা কর্তৃপক্ষ। ১২ আগস্টের মধ্যে যেসব ক্রেতা সাড়ে চার হাজার টাকার কেনাকাটা করেছিলেন, তাঁদের এক কেজি সোনা জিতে নেওয়ার সুযোগ ছিল। এই অফার চলার সময়ে শপিং মলে সোনার বিশাল বার প্রদর্শনের জন্য রাখা হয়েছিল।
এ ছাড়া প্রায় নয় হাজার টাকার মতো কেনাকাটা করলেই প্রতিদিন দুবাই থেকে ওমান, জর্ডান, ভারত, শ্রীলঙ্কা অথবা লেবাননে যাওয়া-আসার বিমান টিকেট জিতে নেওয়ার সুযোগ ছিল।
সিটি সেন্টার দেইরাতে ৩৭০টি দোকান রয়েছে। সেখানে দামি সব ব্র্যান্ডের দোকান, খাবারের দোকান, ম্যাজিক প্ল্যানেট, বাচ্চাদের জন্য গেমিং জোনসহ বিনোদনের ব্যবস্থাও রয়েছে। ১৯৯৫ সালে এই শপিং মলটি উদ্বোধন করা হয়। এ ছাড়া শপিং মলটিতে তিন হাজার ৬০০ গাড়ি রাখার ক্ষমতাসম্পন্ন পার্কিং রয়েছে।