মেহেরপুরে কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
মেহেরপুরের গাংনীতে কৃষক নুরুল হুদা হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খালাস দিয়েছেন তিনজনকে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের মো. বাবলু, মোজাম্মেল হক ও আইউব আলী। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বানিয়াপুকুর গ্রামের মনিরুল ইসলাম, ওয়াজেদ আলী, আজিজুল হক, শরিয়ত হোসেন, মুকুল হোসেন, আতিয়ার রহমান, সোহরাব হোসেন ও একই উপজেলার মানিকদহ গ্রামের সাজেদুল ইসলাম।
রায় ঘোষণার সময় আদালতে মামলার ১০ আসামি হাজির থাকলেও যাবজ্জীবন পাওয়া আসামি মো. বাবলু পলাতক ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৩ জুন সন্ধ্যার দিকে গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের কৃষক নুরুল হুদা পাশের তালতলা গ্রামের মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পূর্ববিরোধের জের ধরে ওত পেতে থাকা আসামিরা ধারালো অস্ত্র দিয়ে নুরুল হুদার ওপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরদিন নুরুল হুদার ভাতিজা মো. আলম বাদী হয়ে ওই ১১ জনকে আসামি করে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০১০ সালের ১৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য ও মামলার নথি পর্যবেক্ষণ করে আজ বিকেলে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা তিনজনের যাবজ্জীবন ও বাকি আসামিদের বেকসুর খালাস দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামিপক্ষে শহিদুল ইসলাম আইনজীবীর দায়িত্ব পালন করেন।