বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হয়ে গেছেন : স্বাস্থ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হয়ে গেছেন।
আজ বুধবার বিকেলে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী।
নাসিম আরো বলেন, এই পর্যবেক্ষণ দিয়ে তাঁরা শুধু নিজেদেরই বিতর্কিত করেননি জাতির জনককেও হেয় করার চেষ্টা করেছেন। রায়ের অপ্রাসঙ্গিক বিষয়গুলো সংশোধন বা বাতিলের উদ্যোগ প্রধান বিচারপতিকেই নিতে হবে।
এ সময় মন্ত্রী বলেন, সংসদ আর বিচার বিভাগ যার যার অবস্থানে সার্বভৌম। কেউ এর সীমানা অতিক্রম করলে মানুষের কাছে বিতর্কিত হবে।
এ সময় অন্যদের মধ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আলী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. পুতুল রায় উপস্থিত ছিলেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের লোগো এবং ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মান্নানের প্রতিকৃতি উন্মোচন করেন।