উত্তরের হাইড্রোজেন বোমার জবাবে দক্ষিণের ক্ষেপণাস্ত্র মহড়া
উত্তর কোরিয়ার চালানো ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্র ও রকেট ছুড়ে মহড়া দিয়েছে চিরবৈরী দক্ষিণ কোরিয়া। দেশটির চালানো ‘লাইভ ফায়ার এক্সারসাইজ’-এ দেখা যায়, যুদ্ধবিমান থেকে রকেট ছোড়া হচ্ছে এবং ভূমি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া এমন এক সময়ে এই ‘লাইভ ফায়ার এক্সারসাইজ’ বা ‘যুদ্ধের মতোই মহড়া’র আয়োজন করেছে, যখন কোরীয় উপদ্বীপ নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। মহড়ার কিছু আগেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান জেমস ম্যাটিস সতর্কবার্তা দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের লক্ষ্য করে কোনো হুমকি দেয়, তাহলে দেশটির বিরুদ্ধে ‘সামরিক প্রতিক্রিয়া দেখানো’ হবে।
গতকাল অনেক ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। শুরু থেকেই জাতিসংঘের ও বিভিন্ন আন্তর্জাতিক চাপকে পরোয়া না করে পরমাণু অস্ত্র তৈরি ও এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়ে যাচ্ছে কমিউনিস্ট এ দেশটি।
গত দুই মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ এর একটি জাপানের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা গুয়ামেও হামলার হুমকি দিয়েছে দেশটি।
এ বিষয়ে আলোচনা করতে আজ সোমবার জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবনের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই বৈঠকের আগে দক্ষিণ কোরিয়া ও জাপানের নেতারা টেলিফোনে কথা বলেছেন। সেখানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘকে চাপ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।
এর আগে গত আগস্টে উত্তর কোরিয়ার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।