মেহেরপুরে আ. লীগ কর্মীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামের আওয়ামী লীগ কর্মী আছাদুর রহমান হারুকে কাফনের কাপড় ও লাল ডোর পাঠিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার বিকেলে ডাকযোগে পাঠানো খামের মধ্যে এই কাপড় ও লাল ডোর ছিল। তবে এতে কোনো চিরকুট বা লেখা ছিল না। গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এ ধরনের চিঠি পাঠিয়ে মৃত্যুর হুমকি দিতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
এর আগে গত ইউপি নির্বাচনের পর ২০১৬ সালের ১৬ জুলাই প্রতিপক্ষের ১৪ জনের বিরুদ্ধে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ঢেপা গ্রামের মৃত রাহেল উদ্দিনের ছেলে আছাদুর রহমান হারু। জিডিতে তিনি উল্লেখ করেন, এলাকার কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক নির্বাচনের পর থেকে তাঁকে খুন ও গুম করার হুমকি দিয়ে আসছিল।
এ বিষয়ে আছাদুর রহমান হারু সাংবাদিকদের জানান, পূর্বশত্রুতার জের ধরে গ্রামের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী এ কাফনের কাপড় পাঠাতে পারে।
আছাদুর বলেন, ‘ঘটনার পর থেকে পরিবারের লোকজন নিয়ে আতঙ্কে দিন পার করছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এদিকে নতুন করে কাফনের কাপড় ও লাল ডোর পাঠানোর ঘটনায় আজ বুধবার দুপুরে গাংনী থানায় বিষয়টি জানালে আগের জিডির সঙ্গে সেটিকে নথি করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।