মিশরে আইএসের হামলায় ১৮ পুলিশ নিহত
মিসরের সিনাই উপদ্বীপে পুলিশের একটি গাড়িবহরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হামলায় কমপক্ষে ১৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাত জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সিনাইয়ের উত্তরাঞ্চলে এল-আরিশ শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। হামলায় হতাহতদের মধ্যে পুলিশের দুজন লেফটেন্যান্ট ও একজন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন।
পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তারা জানান, দেশটির এল-আরিশ শহরের একটি সড়কে পুঁতে রাখা বোমায় বিস্ফোরণ ঘটায় আইএস সদস্যরা। হামলায় নিরাপত্তা বাহিনীর চারটি সাঁজোয়াযানসহ একটি গাড়ি ধ্বংস। এরপর নিরাপত্তা বাহিনী ও আইএস সেনাদের মাঝে গোলাগুলি হয়।
হামলার পরে দায় স্বীকার করে নিজস্ব সংবাদ সংস্থা ‘আমাকে’ একটি বার্তা প্রকাশ করেছে আইএস।
গত জুলাইয়ে মিশরের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে অবস্থিত রাফা শহরে নিকটবর্তী দুটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীরা গাড়িবোমার বিস্ফোরণ ঘটালে ২৩ সেনা সদস্য নিহত হন। গত কয়েক বছরের মধ্যে সেনাবাহিনীর ওপর এটিই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।
সিনাই উপদ্বীপের প্রধান শহর এল-আরিশে সরকারি বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষ চলছে বেশ কয়েক বছর ধরে। ২০১৩ সালের জুলাইয়ে মিশরের প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সংঘর্ষ আরো বেড়ে যায়।