মেহেরপুরে কৃষক হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর গ্রামের কৃষক ইয়ারুল হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এই মামলার বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ রায় দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) কাজী শহিদুল হক জানান এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম তারিক, কামাল হোসেন, পাঞ্জাব আলী, খলিলুর রহমান খলিল, লাল মিয়া ও আশিরুল ওরফে রাশেদুল। এদের মধ্যে খলিল, লাল মিয়া ও রাশেদুল পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩১ অক্টোবর রায়পুরের পাশের গ্রাম বাদিয়াপাড়া মাঠে কৃষক ইয়ারুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়। ওই দিনই ইয়ারুলের স্ত্রী চম্পা খাতুন ১২ জনের নামে গাংনী থানায় হত্যা মামলা করেন। এরপর ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ওই ১২ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন।