ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর পৌনে তিন লাখ প্যাকেট সিগারেট ধ্বংস
মেহেরপুরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের পৌনে তিন লাখ মেয়াদোত্তীর্ণ সিগারেট ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কোম্পানিটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে শহরের কলেজপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সেগুলো পুড়িয়ে নষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শহরের কলেজপাড়া অফিস থেকে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি মেয়াদোত্তীর্ণ সিগারেট বাজারজাত করছে। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই লাখ ৭৬ হাজার প্যাকেট গোল্ডলিফ, বেনসন ও ডারবি সিগারেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানাসহ সিগারেটগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী রওশন নাহার, জেলা স্যানিটারি কর্মকর্তা তাজিমুল হক।