ভারতে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে
ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ছয় রোহিঙ্গা সদস্যকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা থেকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে ওই রোহিঙ্গা সদস্যদের আটক করা হয়।
আটক রোহিঙ্গা সদস্যরা হলেন—মিয়ানমারের নিমেরনাই থানার শিকদারপাড়া গ্রামের আবদুল গনি (৩০), তাঁর স্ত্রী সালেমা খাতুন (২৭), তাঁদের সন্তান জাহাঙ্গীর আলম (১০), নূর হালিমা (৬), সাইফুল ইসলাম (৩) ও তসলিমা খাতুন (১০ মাস)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আজ ভোরে আটক রোহিঙ্গা সদস্যরা সীমান্ত পেরিয়ে কেদারগঞ্জ বাজারে আসেন। তাঁদের কথায় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে ওই রোহিঙ্গা সদস্যরা পুলিশকে জানান, তাঁরা দুই সপ্তাহ আগে মিয়ানমারে নির্যাতনে শিকার হয়ে ভারতের পাঞ্জাব শহরে যান। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করে গাড়িতে করে সীমান্তে নিয়ে আসে।
আজ ভোরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তের গেট খুলে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত দিয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন।