শিশু অপহরণের পর হত্যা, একজনের ফাঁসি বহাল
টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকে অপহরণের পর হত্যার দায়ে বকুল নামের এক আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট।
এ ছাড়া এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিমের দণ্ডও বহাল রেখেছেন আদালত।
আজ সোমবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩০ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিপণের দাবিতে শিশুকে অপহরণ ও হত্যার দায়ে বকুলকে মৃত্যুদণ্ড ও অপর আসামি সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৪-এর বিচারক রেজা করিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত দুজনের বাড়ি মির্জাপুর থানার ত্রিমোহন এলাকায়।
অভিযোগে বলা হয়, ২০০৩ সালে ২৩ মার্চ ত্রিমোহন গ্রামের মাজেদুর রহমানের তৃতীয় শ্রেণি পড়ুয়া ছেলে মামুনকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামি বকুল ও সেলিম। শিশু মামুন তার মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করত। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাকে হত্যা করা হয়। পরে আসামি বকুলের বাড়ি থেকে মামুনের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।