গাংনী উপজেলা চেয়ারম্যানের বহিষ্কারাদেশ স্থগিত
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে মুরাদ আলীর সাময়িক বহিষ্কার ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার দুপরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে এই বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মুরাদ আলীর আইনজীবী নিতাই রায় চৌধুরী স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি মুরাদ আলী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে যে অবৈধভাবে বহিষ্কার করেছে আদালতের আদেশই তার প্রমাণ। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
২০১৩ সালে বিএনপির ডাকা হরতাল অবরোধের সময় নাশকতার একটি মামলায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এরপর গত ২০ অক্টোবর আদালতে সম্পূরক অভিযোগ দাখিল করলে বিষয়টি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সাব্যস্ত করে ২৫ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এক আদেশে উপজেলা চেয়ারম্যান মুরাদ আলীকে সাময়িক বহিষ্কার করা হয়।