মেহেরপুরে বিবস্ত্র যুবকের মস্তকবিহীন লাশ
মেহেরপুরের গাংনী উপজেলা থেকে মস্তকবিহীন এক যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার কাজীপুর গ্রামের একটি কালাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কাজীপুর গ্রামের ক্ষেতে কাজ করতে যান কৃষকরা। এ সময় একই গ্রামের বাবু মিয়ার কালাইক্ষেতে বিবস্ত্র অবস্থায় মস্তকবিহীন লাশটি দেখতে পান তাঁরা। তাঁকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে গ্রামবাসী।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য কোথাও হত্যা করে লাশ ওই ক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেহের আশপাশে কোনো মাথা পাওয়া যায়নি। ঘটনাস্থলে হত্যার কোনো আলামত নেই।
এদিকে, কাজীপুর ও আশপাশের গ্রামের উৎসুক মানুষ লাশটি দেখতে ভিড় করছেন। তবে তাঁরা কেউই ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি।