টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৃথক দুটি স্থানে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও অন্যজন পুরুষ। তবে তাঁদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, উপজেলার কামাক্ষা মোড়ে সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিটে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়।
অপরদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার হাতিয়া এলাকায় উত্তরবঙ্গগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন।