টাঙ্গাইল বাসচাপায় মামা-ভাগ্নে নিহত
টাঙ্গাইলে বাসের নিচে চাপা পড়ে মামা-ভাগ্নে নিহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার আগবিক্রমহাঁটি গ্রামের সুব্রত দাস (২৮) ও তাঁর ভাগ্নে অরণ্য দাস (২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, শহর বাইপাস সড়কের শিবপুর মোড় অতিক্রম করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুব্রত নিহত হন।
আরেক আরোহী অরণ্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।