মেহেরপুরে দলিল জালিয়াতি করায় তিন মাসের কারাদণ্ড
মেহেরপুরে দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজ করার অপরাধে জাহাঙ্গীর আলম (৫৪) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক।
আটক জাহাঙ্গীর আলমের (৫৪) বাড়ি সদর উপজেলার আলমপুর গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজার খতিয়ান নম্বর : ৫৬৬, দাগ নম্বর : আরএস ৬৬০-এর ৩৪ শতক জমির দলিলে দাতার নাম পরিবর্তন করে খারিজ করেন জাহাঙ্গীর আলম। বিষয়টি সহকারী ভূমি কমিশনারের নজরে আসে। পর্যবেক্ষণ করে দেখা যায়, দলিলে দাতার নাম পরিবর্তন করা হয়েছে। এ সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক।
পুলিশ জাহাঙ্গীর আলমকে জেলা কারাগারে পাঠায়।