ছাত্রদল সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে বরগুনায় সমাবেশ
ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছেন নেতাকর্মীরা। আজ শনিবার সকালে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুজ্জামান মাহফুজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন শাহীন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব স্বপন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম রনি, হুমায়ুন কবির, সজীব।
বক্তারা অনতিবিলম্বে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের আয়োজিত অনুষ্ঠান শেষে ফেরার পথে পল্টন মোড় থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।