নির্বাচনে বিএনপিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে : ফখরুল
আসন্ন নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে বর্তমান সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এমনটি করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা দেশের জনগণসহ আন্তর্জাতিক বিশ্ব মানবে না।’
আজ রোববার লালমনিরহাটে আয়োজিত এক ‘সাইকেল র্যালি’তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। সদর উপজেলার বুড়িরবাজারে ওই ‘সাইকেল র্যালি’র আয়োজন করা হয়। ১৩টি সামাজিক অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ‘আলোকিত লালমনিরহাট’ ওই আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠকর্মী পর্যন্ত সবার নামেই একাধিক মামলা দায়ের করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। চালানো হচ্ছে নির্যাতন ও নিপীড়ন।’ এ সবই আসন্ন সংসদ নির্বাচন থেকে দূরে রাখার অপকৌশল বলেই দাবি করেন ফখরুল।
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘বর্তমান সরকার জনগণের সরকার নয়। তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। ২০১৪ সালের তামাশার নির্বাচনে জনগণ অংশ নেয়নি। যার প্রমাণ হচ্ছে ১৫৪টি আসনেই তাদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সুতরাং বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না।’
রংপুরের ঠাকুরপাড়ায় অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার নির্ধারিত কর্মসূচি স্থগিত প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘স্থানীয় বিএনপির দেওয়া বিবৃতিটি সঠিক নয়। আমরা আজ সেখানে যাইনি শুধু রাজনৈতিক শিষ্টাচারের কারণেই। কারণ সেখানে আজ অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল।’
বিএনপির মহাসচিব আগামীকাল সোমবার সেখানে যাবেন বলে জানান সাংবাদিকদের।
বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে আয়োজিত শহীদ আবুল কাশেম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক।