পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মিতু (৩) ও নাজমুল শেখ (২০) নামের দুজন নিহত হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার শহরের শেখপাড়া ও শিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিতু পিরোজপুর সদরের মধ্যরাস্তা এলাকার সুমন শেখের মেয়ে এবং নাজমুল শেখের বাড়ি নাজিরপুর উপজেলার চরখালী গ্রামে।
পুলিশ জানায়, আজ সকাল ৮টার দিকে মিতু শহরের শেখপাড়ার বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল। এমন সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আজ সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় বাস থেকে নামার সময় নাজমুল শেখ পড়ে যান। এ সময় তিনি পা পিছলে বাসের চাকার নিচে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল চন্দ্র শিকদার বলেন, ট্রলি ও বাস আটক করা হয়েছে। দুটি যানবাহনের চালকদের আটকের চেষ্টা চলছে।