ঘন কুয়াশায় ঢাকা-বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু বহুমুখী সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার ভোররাত থেকে মহাসড়কের বিভিন্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।
এদিকে, কুয়াশার কারণে ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। বুধবার ভোরে সেতুর ওপর কয়েকটি স্থানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এতে করে পরিবহনের চাপ আরো বেড়ে যায়। তবে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
ভোররাত ৪টা থেকে এখন পর্যন্ত সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারি রয়েছে। পরিবহন চলাচল না করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছাবুর রহমান জানান, বুধবার ভোররাত থেকেই ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ভোর ৫টা থেকে সেতুর পূর্ব ও পশ্চিম টোল প্লাজায় টোল আদায় বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কুয়াশা শেষ হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওসি।