দক্ষিণ কোরিয়ায় নৌকা ডুবে ১৩ জন নিহত
দক্ষিণ কোরিয়ায় জ্বালানি তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো সাতজন।
স্থানীয় সময় আজ রোববার ভোর সোয়া ৬টার দিকে বন্দর শহর ইনচিয়নের উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার খবরে বলা হয়, সেওনচ্যাং-১ নামের ওই মাছ ধরার নৌকায় দুজন নাবিকসহ ২০ জন ছিল। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই নৌকার চালকসহ নিখোঁজ রয়েছে আরো একজন।
সিউলভিত্তিক সংবাদমাধ্যম ইয়োনহ্যাপ জানায়, ডুবে যাওয়া নৌকার সবাই লাইফ জ্যাকেট পরে ছিল। তবে অনেকেই ঠান্ডা পানিতে শরীরের তাপমাত্রা হারিয়ে মারা যায়। এর আগে ২০১৫ সালে দেশটির জেজু দ্বীপের কাছে নৌকাডুবিতে ১৫ জন নিহত হয়।