রম্য
হিরো আলমকে যে কারণে পছন্দ করল সোফিয়া
অবশেষে বাংলাদেশে ৬ ডিসেম্বর ডিজিটাল মেলায় অংশগ্রহণ করেছেন আলোচনায় থাকা বিশ্বের একমাত্র নাগরিকত্বপ্রাপ্ত রোবট সোফিয়া। হাস্যরসের অন্যতম সমালোচক ভকাস আলী সোফিয়ার একান্ত (কাল্পনিক) সাক্ষাৎকার গ্রহণ করেন।
হাস্যরস : এ দেশে আসার আগেই আপনি জানিয়েছিলেন, হিরো আলমকে আপনার পছন্দ। আচ্ছা এত হিরো থাকতে আপনি হিরো আলমকে কেন পছন্দ করলেন?
সোফিয়া : কয়লার মাঝে যেমন হীরা চাপা থাকে না, ঠিক তেমনি তাঁর কালো মুখশ্রীর মাঝে দাঁতগুলোও ঝলমল করে ওঠে। এটা আমার ভীষণ ভালো লাগে।
হাস্যরস : শুধু দাঁত? আর অন্য কিছু নয়?
সোফিয়া : দেখুন, আমাকে আবার বাক্সে প্যাকিং হতে হবে, তাড়া আছে। অন্য কোনো প্রশ্ন থাকলে করুন।
হাস্যরস : বর্তমান সময়ের আলোচিত বিষয় ঢালিউডের শাকিব-অপুর ডিভোর্স নিয়ে কী বলবেন?
সোফিয়া : দেখুন, শাকিব যদি আমার বিয়ের ইচ্ছার কথা শুনে অপুকে ছেড়ে থাকেন তাহলে বলব, দেখুন আমি আগেই বলে দিয়েছি বিয়ে করলে একমাত্র আলমকেই করব।
হাস্যরস : জনমনে আরেকটি প্রশ্ন, আপনার চুল নেই কেন?
সোফিয়া : আসলে নেই বললে ভুল হবে। আমি নিজেই রাখি না। কারণ, আমাকে সব সময় এত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে মাথা গরম হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রাখতে সব সময় ন্যাড়া মাথায় থাকি।
হাস্যরস : শেষ প্রশ্ন, বর্তমানে ঘন ঘন যে গুম হওয়ার ঘটনা ঘটছে, এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কি?
সোফিয়া : এ ব্যাপারে তথ্য দিয়ে নিজেই গুম হতে চাই না। আমার ফ্লাইটের সময় হয়েছে। ধন্যবাদ। আসি।