গাজায় আবার ইসরায়েলের হামলা
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অঞ্চলটির শাসক দল হামাসের দুটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
ফিলিস্তিনের একটি সংবাদমাধ্যম জানায়, গাজার দক্ষিণাঞ্চলে আল ইউনুস ও রাফাহে দুটি স্থাপনায় ট্যাংক ও বিমান থেকে গোলাবর্ষণ করে ইসরায়েল। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবারের হামলার জন্য হামাসকেই দায়ী করেছে ইসরায়েল।
এর আগে গত শনিবার গাজা থেকে ইসরায়েলে প্রবেশের একটি টানেল ধ্বংস করে আইডিএফ। ইসরায়েলে হামলার জন্য হামাস টানেলটি ব্যবহার করত বলে জানায় তারা। শনিবারেই গাজায় বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের ওই হামলায় হামাসের অন্তত দুই সদস্য নিহত হয়।
আইডিএফ জানায়, শুক্রবার গাজা উপত্যকা থেকে কমপক্ষে দুটি রকেট ছোড়া হয়। একটি ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। অপরটি একটি আবাসিক এলাকায় আঘাত হানে। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিরোধিতা করে বৃহস্পতিবার, হামাস নেতা ইসমাইল হানিয়েহ ফিলিস্তিনিদের প্রতি ‘নতুন একটি গণ-অভ্যুত্থানের আগুন জ্বালানোর’ আহ্বান জানান।
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা শহরে বিক্ষোভে নামে ফিলিস্তিনিরা। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুক্রবার ‘বিক্ষোভ দিবসের’ ডাক দেওয়া হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে দুই ফিলিস্তিনি নিহত এবং সাত শতাধিক আহত হয়।