ইউপি সদস্যের কাছে মিলল ইয়াবা, অস্ত্র
মেহেরপুরের গাংনী উপজেলায় অস্ত্র, গুলি ও মাদকসহ ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরো দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরগোয়াল গ্রাম ও কাজিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেন (৩৪), জালাল আহম্মেদ (৪০) ও লিটন হোসেন (২৫)।
ইউপি সদস্য মিলন স্থানীয় আওয়ামী লীগের কর্মী বলেও জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের ভাষ্য, ইউপি সদস্য মিলন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, তিনটি গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মিলন ও লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজিপুর গ্রাম থেকে জালাল আহম্মেদকে পাঁচ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে মটমুড়া ইউপি চেয়ারম্যানে সোহেল আহম্মেদ বলেন, ‘চেয়ারম্যান হিসেবে বিষয়টি আমার কাছে অত্যন্ত দুঃখজনক।’