বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যরা এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর তাঁর লাশ নিয়ে গেছে।
আজ শনিবার ভোরে উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি দইখাওয়া এলাকায় একাব্বর আলীর ছেলে।
বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আজ ভোরে শফিকুলসহ একদল বাংলাদেশি গরু আনতে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির মুখে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও ঘটনাস্থলেই নিহত হন শফিকুল। পরে তাঁর লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোরর্শেদ জানান, নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত নিতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।