গোলাপ হাতে দিয়ে পুলিশ বলল, স্বাগতম
মেহেরপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লাল গোলাপ তুলে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন জেলা পুলিশের সদস্যরা।
আজ সোমবার সকালে শহরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা শিশুসহ অনেকের হাতে ফুল তুলে দেন।
সকালে শহরের বাসস্ট্যান্ড, সরকারি কলেজ, কোর্ট মোড় এলাকা, পুলিশ সুপার (এসপি) কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের হাতে ফুল তুলে দেন পুলিশের সদস্যরা। নতুন বছরের প্রথম দিন পুলিশের হাত থেকে ফুল পেয়ে খুশি সাধারণ মানুষও।
এ সময় জেলা এসপি আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ পুলিশের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসপি আনিছুর রহমান জানান, কমিউনিটি পুলিশিংয়ের অংশ হিসেবে সাধারণ মানুষের কাছাকাছি থেকে পুলিশ কাজ করতে চায়। পুলিশ যে সাধারণ মানুষের বন্ধু, সেই বার্তা দিতেই নতুন বছরে এ উদ্যোগ নেওয়া হয়।
মেহেরপুর শহর ছাড়াও গাংনী ও মুজিবনগর থানার উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পুলিশ।