পিরোজপুরে শিক্ষার্থীদের ঝড়ে পরা রোধে মিড-ডে মিল চালু
ঝড়ে পরা বন্ধ করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফলেজা ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই হাজার ১১৫ ছাত্র-ছাত্রীর মধ্যে মিড-ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সাফলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
সাফলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মিরাজ মিয়ার উদ্যোগে এই মিড-ডে মিল চালু ও টিফিন বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মিরাজ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম সরফরাজ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন।